ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের উপদ্যোগে দোহার ও নবাবগঞ্জের নিম্ন আয়ের মানুষের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
প্রধান অতিথির বক্তব্যে নির্মল রঞ্জন গুহ বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হংযোগ্য উত্তরহঝরী হিসেবে দক্ষতার প্রমান রেখেছেন বিশ্ব দরবারে। নিজের কর্ম গুণে, পরিশ্রমী রাষ্ট্র নায়ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। দেশকে নিয়ে গেছেন উন্নয়নের সুউচ্চ স্থানে। নির্মল রঞ্জন গুহ আরও বলেন, শেখ হাসিনা সেবার মনাসকতায় একঝাঁক সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে স্বেচ্ছাসেবকলীগ গঠন করেছিলেন। কারন যারা জয়বাংলা দিয়ে রাজনীতি শুরু করে তারা দলের সাথে বেঈমানী করতে পারে না। আওয়ামীলীগ একটি পরিবার। এখানে সকলেই শেখ হাসিনার লোক। আর যারা জিন্দাবাদ বলে রাজনীতি শুরু করে মাঝপথে দলে ঢুকেছে তাদের খোঁজ রাখবেন। আমাদেরও সতর্ক থাকতে হবে, দলের নেতা হলেই তাদের বিশ্বাস করবেন না। যারা জয় বাংলা বলে রাজনীতি শুরু করেছেন, আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করেছেন তাদের বিশ্বাস করবেন। অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শহীনুর রহমান শাহীন, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শিরিন চৌধুরী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শশাঙ্ক ভূষন পাল চৌধুরী, মাসুদ কামাল রানা, মনির হোসেন জিয়া, বাসার মুন্সি, আনোয়ার চোকদার, অতুল সরকার জুয়েলসহ পলাশ চৌধুরী, মো. পলাশ, হাবিবুর রহমান হাবিব, এস এম খুরশিদা প্রমুখ।