গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নে ৮ নং ওয়াডের ১কিঃমিঃ রাস্তার পাকা কারণের কাজ শুভ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।। জামালপুর ইউনিয়নের কেন্দ্র বিন্দু বড় জামালপুর গ্রাম এবং এই রাস্তা টি। তাই আশে পাশের কয়েকটি গ্রামের সাধারণ জনগণ, ছাত্র ছাত্রী, শিক্ষক সকলে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। একটু বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই দুর্ভোগ থেকে সকলকে মুক্ত করতে স্মৃতি এমপির সহযোগিতায় রাস্তা পাকাকরণের উদ্যোগ।এছাড়াও সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে এইচবিবি/হেয়ারিং রাস্তার নির্মাণ,সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর ডিগ্রি কলেজে ৪ তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নলডাঙ্গা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাহেবের বাড়ির সামনে এইচবিবি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন, কামারপাড়া ইউপির নুরপুরে এইচবিবি রাস্তার নির্মাণ,সাদুল্লাপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফুটবল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি জহুরুল হক , সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া , যুবলীগের আহবায়ক ও জামালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শহিদুল ইসলাম (ফিলু), পিএস আনোয়ারুল আজিম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, কৃষকলীগ জামালপুর ইউনিয়নের সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, জেলাল আকন্দ প্রমুখ।