ফরিদপুরের নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধো- ১৭ এর উপজেলা পর্যায়ে নগরকান্দা পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার বিকালে সরকারি মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে ফাইনাল খেলায় কাইচাইল ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা ফুটবল একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার দ্বিতীয় আর্ধে পৌরসভার পক্ষে নাঈম একমাত্র গোলটি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও টুর্ণামেন্ট কমিটির সভাপতি এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, কাইমুদ্দীন মন্ডল, মোস্তফা হোসেন খান, আরিফ হোসেন, হাবিবুর রহমান লাবলু, খায়রুজ্জামান বাবু, আতাউর রহমান বাবু ফকির, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, জালাল সরদার, আমিন ফকির, মাসুদুর রহমান নিকো, ইমদাদুল মাতুব্বর, নাসির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, কবির হোসেন ঠান্ডু, আরিফুর রহমান তালুকদার পথিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা আজাদ হোসেন, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। টুর্ণামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, খেলা পরিচালনা করেন আবু ইউনুস খান ও এসএম ওমর আলী, সহকারী রেফারি ছিলেন ফয়সাল হোসেন ও রাজু আহমেদ। খেলার ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক বেলায়েত হোসেন লিটন ও শাহীন রাজা। খেলাটি হাজার হাজার দর্শক উপভোগ করেন।