গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও মানসম্মত শিক্ষার প্রবিশে নিশ্চিতকল্পে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক শিক্ষা অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বাহাদুরসাদী ইউনিয়নের বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার নির্বাহী অফিসার মো. আসসাদকিজামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম প্রুমুখ। এ সময় প্রধান অতিথি চুমকি এমপি বলেন- সন্তানদের নিয়ে মায়েদের চিন্তা অনেক থাকতে হবে। আমরা যা করতে পারিনি তা আমাদের সন্তানরা করবে। সন্তান বড় হওয়ার পিছনে মায়েদের অবদান অনেক বেশি। আমার বাবা শহীদ ময়েজউদ্দিন আহমেদ জীবদ্দশায় মাদের জন্য অনেক কাজ করে গেছেন। তার মেয়ে হয়ে দীর্ঘদিন ধরে আমি নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। নারীদের কষ্ট কী? তা আমি জানি। নারীদের কষ্ট লাঘব করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।