ইন্দোনেশিয়ার বালিতে চলমান দুর্যোগ ঝুঁকি হ্রাস ২০২২ বিষয়ক সপ্তম গ্লোবাল প্লাটফর্ম সম্মেলনে এমসিআর সনদ গ্রহণ করেছেন বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। জাতিসংঘ মহাসচিব এর প্রতিনিধি মিস মামি মিজুতোরির কাছ থেকে এই সনদ গ্রহণ করেন তিনি। রাজবাড়ি জেলার পাংশা পৌরসভা জাতিসংঘের এমসিআর ২০৩০ সম্পন্ন করায় ১০০০ তম শহরের এই সনদ দেয়া হয় জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিভাগ থেকে। ম্যাব কর্মকর্তা আব্দুর রউফ জানান, ২৩ মে থেকে শুরু হওয়া এই সম্মেলন ২৮মে পর্যন্ত চলবে। গত ২৪মে এই সনদ দেয়া হয় ম্যাব প্রেসিডেন্ট এর কাছে।