নরসিংদীর রায়পুরায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ও রয়েল ড্যানিশ অ্যাম্বাসির অর্থায়নে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আব্দুস ছাদেক। সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ-২ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিদেশফেরত অভিবাসীদের আত্মনির্ভশীল গড়ে তোলার পাশাপাশি সামগ্রিক সহায়তা প্রদানের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের মূল স্রোতধারার সাথে পুনরেকত্রী করণের লক্ষ্যে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নরসিংদী জেলা কো-অর্ডিনেটর আতিকুর রহমান নাহিদ উপস্থাপনের মাধ্যমে মাইগ্রেশন প্রোগ্রামের কর্মপরিধি, রায়পুরা উপজেলা ও নরসিংদী জেলায় ইন্টারভেনশন তুলে ধরেন। এরপর বিদেশফেরত অভিবাসীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নোঃ সাজ্জাত হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ হাবিব ফরহাদ আলম,উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা উত্তরবাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, মহেষপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন চাঁন মিয়া খাঁ, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন,রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মস্তোফা খান, রায়পুরা দলিল লেখক ও মাইগ্রেশন ফোরামের সদস্য আফিল উদ্দিন আপেল, আদিয়াবাদ ইউনিয়ন সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, উত্তরবাখর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরুজ আলম, সেরাজনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন অভিবাসনের সাথে সম্পৃক্ত নাগরিক সমাজের প্রতিনিধি, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিবৃন্দ, বিদেশফেরত প্রতারিত ও ক্ষতিগ্রস্ত অভিবাসীগণ, বিদেশ গমনে আগ্রহী ব্যক্তিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।