ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার(২৫ মে) দুপুরে সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ১ কোটি ১০ লক্ষ টাকার বাজেট ঘোষনা করেন ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুল ইসলাম। এতে অংশগ্রহন করেন সুন্দপুর দূর্গাপুর ইউনিয়নের সচিব রেজাইল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি লিয়াকত আলী খান লিটন,ইউনিয়ন আ’লীগের সভাপতি নিখিল দত্ত, সাধারন সম্পাদক আনিচুর রহমান, সহ-সম্পাদক শাহাজান আলী, ৭নং ওয়ার্ড মেম্বর আবুল বাশার, ৯নং ওয়ার্ড মেম্বর রুহুল অমিন, ২নং ওয়ার্ড মেম্বর কওসার আলী, ৮নং ওয়ার্ড মেম্বর সজল হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বর মুনতাজ আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সুধীজন। বাজেট আলোচনায় ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুল ইসলাম বলেন,ইউনিয়ন উন্নত স্থানে নিয়ে যেতে হলে সকলকে একসাথে সকলকে কাজ করতে হবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। এ সময়ে ইউনিয়নের সার্বিক মঙ্গল কামনায় মোনাজাত ও উপস্থিত ব্যক্তিদের মঝে খাবার বিতরন করা হয়।