বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

স্ট্যাটাস দিয়ে প্রমাণ করতে হলো, আমি বেঁচে আছি: হানিফ সংকেত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মে, ২০২২

বুধবার (২৫ মে) বেলা ১১টার পর থেকে পুরো মিডিয়ায় ছড়িয়ে গেলো নন্দিত টিভি মুখ হানিফ সংকেতের মৃত্যুর খবর! যাকে ঘিরে এই খবর, তিনি নিজেই বিব্রত, বিস্মিত এবং ক্ষুব্ধ। হানিফ সংকেতের মুঠোফোনসহ পরিবারের সদস্য ও ‘ইত্যাদি’ সংশ্লিষ্ট সবার কাছে ফোন আসতে থাকে বৃষ্টির মতো। কাকতালীয় বিষয়, তখন মিরপুর অঞ্চলে বৃষ্টি ঝরছিলো। তবে সেই বৃষ্টি ছাপিয়ে মিরপুরে অবস্থিত ফাগুন অডিও ভিশনের কার্যালয় থেকে মিডিয়াকে নিশ্চিত করা হলো- না, হানিফ সংকেত ভালো আছেন। নিরাপদে আছেন। এরপর হানিফ সংকেত সবাইকে আশ্বস্ত করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন তাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন নিয়ে দীর্ঘ প্রতিক্রিয়া। যেখানে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরণের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি।’ এমন গুঞ্জন ছড়ানোর পেছনে দায়ী করেন সোশ্যাল হ্যান্ডেলের কিছু মানুষকে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হানিফ সংকেত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এক শ্রেণির বিকৃত মানসিকতার মানুষ তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়াবার প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কী ধরণের মানসিকতা কাজ করে আমার বোধগম্য নয়। তারা কী একবারও চিন্তা করে না আমাদেরও পরিবার আছে, আত্মীয়-স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে? এ ধরণের সংবাদে তাদের মানসিক অবস্থা কী হতে পারে? আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। ভালো আছি। আমার কোনোরকম কোনও দুর্ঘটনাও ঘটেনি।’ হানিফ সংকেত জানান, আজই (২৫ মে) নয়। এই গুঞ্জন ছড়ানো হচ্ছে দুদিন ধরে। যেটা মিডিয়ায় ব্লাস্ট হলো বুধবার সকালে। তিনি বলেন, ‘গত দু’দিন ধরে আমি ও আমার পরিবার এই মৃত্যু গুজবের কারণে নিদারুণ মানসিক কষ্টে আছি। শত শত মানুষ যোগাযোগ করেছেন, এখনও করছেন। সুস্থতা কামনা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র ভিউ, লাইক, শেয়ার পাবার জন্য একজন মানুষকে এরা মেরে ফেলবে? এ কি ধরণের মানসিকতা? নাকি এদের অন্য কোনও উদ্দেশ্য আছে? এর আগেও বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুর আগেই মৃত্যুর গুজব ছড়িয়েছে একটি মহল। সময় এসেছে এদের বিরুদ্ধে সোচ্চার হবার। যেসব মাধ্যম এবং পেজ থেকে এ ধরণের সংবাদ আপলোড হচ্ছে, শেয়ার হচ্ছে তাদের আপনারা বুঝিয়ে দিন, না জেনে না শুনে নিশ্চিত না হয়ে কোনও কিছু শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও।’ ‘আমার আকস্মিক মৃত্যু গুজবে যারা কষ্ট পেয়েছেন, সমবেদনা জানিয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এ ধরণের গুজব ছড়িয়েছে তাদের প্রতি অন্তর থেকে ঘৃণা প্রকাশ করছি।’ যোগ করলেন মিস্টার ‘ইত্যাদি’।
জানালেন এরই মধ্যে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন, ‘ইতোমধ্যে আমি সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শিগগিরই ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আর একটি অনুরোধ, গুজবে কখনও কান দেবেন না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পাথেয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com