রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে শ্রীবরদীতে উপজেলা শুমারি কমিটির সভা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে উপজেলা শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে ২৯ মে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই জনশুমারি ও গৃহগণনার বিভিন্ন তথ্য এবং মাঠপর্যায়ে কাজ দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা শুমারি সমন্বয়কারী ফাহিমা আক্তার। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ শুমারি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৫-২১ জুন পর্যন্ত এবারই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com