নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদের চলতি ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকার। বাজেট অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলে মোট আয় ধরা হয়েছে ৩৮ লাখ ৬ হাজার ৭৭১ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৭ লাখ ৭৯ হাজার ৬০০ টাকা। মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ২৭ হাজার ১৭১ টাকা। এরমধ্যে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ১৩ লাখ ৬ হাজার ৭৭১ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৬০০ টাকা। বাজেটে কৃষি ও সেচ, মৎস্য, ভৌত অবকাঠামো, আর্থ-সামাজিক অবকাঠামো, ক্রীড়া ও সংস্কৃতি, শিক্ষা, যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন এবং নারী উন্নয়ন, যুব, শিশু-প্রতিবন্ধী উন্নয়ন এবং ক্ষুদ ওকুঠির শিল্পের উন্নয়ন খাতে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবে চেয়ারম্যান খলিলুর রহমান, ইউনিয়ন পরিষদের অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি, ওর্য়াড সদস্য প্রভাষক আমজাদ হোসেন মন্টু, ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, খাজুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ হোসেন, খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মহিষডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ১নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি আব্বাস আলী প্রামানিক, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ সভাপতি সুকুমার সিংহ, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক দরুদ হোসেন প্রমুখ। এসময় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।