সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় সম্পন্ন হয়েছে। উপজেলার সাতবিলা বিল চকতিলক মা ম্যানশনের দক্ষিনের হাওরে শনিবার ৪ জুন সকাল ১১টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে আসা ৭টি নৌকা দল অংশগ্রহণ করে। ফাইনাল প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে সিলেটের বালাগঞ্জ উপজেলার কানাই শাহ তরী আর ২য় স্থান অর্জন করে জগন্নাথপুর উপজেলার চলক তিলক বাংলার পবন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ছিল একটি নতুন মটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার ছিল একটি নতুন ফ্রিজ। এছাড়াও আকর্ষনীয় পুরস্কার ছিল। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিপুলসংখ্যক জনতার ঢল ছিল