বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাছা মেট্রো থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে স্মরণ সভা আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান এর সঞ্চালনায় ও গাছা মেট্রো থানা বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। গাজীপুর মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার। এ সময় তিনি বলেন দেশের মানুষ বড় কষ্টে আছে, নিত্যপণ্য মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ চরম হতাশার মধ্যে, সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন নীলনকশা করছে ।সাধারণ মানুষ জেগে উঠেছে জাতীয়তাবাদী শক্তির আন্দোলনে সরকার পতন সুনিশ্চিত। দেশে পরিবর্তনের হাওয়া বইছে ,?ছাত্রদল মাঠে আছে বিএনপির হাইকমান্ডের নির্দেশে অচিরেই সরকার পতনের আন্দোলনের ডাক আসবে। আমরা গাজীপুর মহানগর বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে নিয়ে সাধারণ মানুষের ভোটের অধিকার আদায়ে আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোটবিহীন সরকারের পতন নিশ্চিত করবো। তিনিএ সময় আরো বলেন সরকার প্রধান উস্কানিমূলক বক্তব্য দিয়ে, অরাজকতার পরিবেশ করতে চায়। এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক শওকত হোসেন সরকার, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র সভাপতি শেখ মোঃ আলেক, গাছা মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, গাছা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া, গাছা মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ মুজতবা খান তুষার, গাছা মেট্রো থানা ছাত্রদলের সদস্য সচিব মোমিনুর রহমান, ওলামা দলের নেতা মাওলানা আব্দুল মোমেন, মাওলানা আক্তার হোসেন, মৎস্যজীবী দলের নেতা আবুল হোসেন বাবু, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা রাব্বি চৌধুরী সহ গাছা মেট্রো থানা বিএনপির ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের স্মরণে ও সকল বিএনপি’র যে সকল নেতৃবৃন্দ শাহাদাৎ বরণ করেছেন সকলের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা ও তবারক বিতরণ করা হয়।