নেত্রকোনায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার জেলা শহরের মোক্তারপাড়াস্থ বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব চিন্ময় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, যায়যায়দিনের ব্যবস্থাপক মো. নুরুল হক, সার্কুলেশন ম্যানেজার বিল্লাল হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, সিনিয়র হিসাবরক্ষক মো. রইছ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। আলোচনায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন প্যানেল মেয়র-১ এস. এম মহসিন আলম, যুব মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, যুগান্তরের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফখরুল আলম খসরু, দূর্গাপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক তবারক হোসেন খোকন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জায়েজুল ইসলাম এবং গীতা পাঠ করেন যায়যায়দিনের স্টাফ রিপোর্টার চন্দন চক্রবর্তী। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সংবাদপত্র সমাজের দর্পন। যায়যায়দিন সফলতার সাথে ১৭ বছরে পর্দাপন করেছে। আর্থ-সামজিক উন্নয়ন এবং সমাজের কল্যানে যায়যায়দিন অগ্রনী ভুমিকা পালন করে যাবে।