গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতিসন্তান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বড়গাঁও বাইতুল উলুম আলিম মদরাসার সম্মানিত প্রিন্সিপাল, ঘাটকুঁড়িঁ হলি ক্রিসেন্ট মডেল একাডেমির সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ এসএম সানাউল্লাহ্’র চতুর্থ দফা জানাজা নামাজ শেষে কামড়া মাশক গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। এর আগে তিনি রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও সাংগঠনিক কর্মী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম অধ্যক্ষ এসএম সানাউল্লাহ্’র প্রথম জানাজা নামাজ ৭ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, দ্বিতীয় জানাজা সাড়ে ৯টায় গাজীপুরের দক্ষিণ ছায়াবিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়, সাড়ে ১১টায় নিজ প্রতিষ্ঠান কালীগঞ্জের বড়গাঁও বাইতুল উলুম আলিম মাদরাসা এবং বাদ জোহর কামড়া মাশক গ্রামের নিজ বাড়ি ‘ফয়েজ মঞ্জিল’ আঙ্গিনায় মসজিদ ও মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর অফিসিয়াল সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম। এর আগে মরহুমের বড়ভাই আতিক উল্লাহ্ উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া প্রার্থণা করেন। এর আগে গাজীপুর জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেফাউল হকসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ জানাজা নামাজে শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুমের জন্য দোয়া প্রার্থণা করেন। উল্লেখ, বৈরী আবহাওয়ার মাঝেও বৃষ্টিতে ভিজে হাজার হাজার মুসল্লি মরহুমের জানাজা নামাজে অংশগ্রহন করেন। মরহুম অধ্যক্ষ সানাউল্লাহ ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, মেধাবী, শ্রেষ্ঠ সংগঠক, সদালাপী, সদাহাস্যোজ্জ্বল, মিষ্টভাষী, সুপরিচিত এবং অনলবর্ষী বক্তা ছিলেন। মরহুমের মৃত্যুতে তাঁর প্রিয় সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।