কক্সবাজার জেলার মহেশখালীর বড় মহেশখালী ও কালারমারছড়া দু’ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর উপজেলা প্রশাসন। স্থানীয় সরকারের অনুষ্ঠিতব্য সর্বপ্রথম নির্বাচন হওয়ায় শক্ত অবস্থানে রয়েছেন ইসি। আসন্ন ১৫ জুন সারা দেশে ১৩৫ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত করতে ইসি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর। তৎমধ্যে মহেশখালী এ দু’ইউনিয়নও রয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে প্রচুর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীদের চাদরে ঢেকে রাখবেন বলে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসন আশ্বস্ত করেছেন এবং বিশৃঙ্খলাকারীদের কঠোর হুশিয়ারী দেন। ১১ জুন মহেশখালী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে মহেশখালী উপজেলা পরিষদের অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিনের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচনী অফিসার ও রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পালের সঞ্চালনায় উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া দু’ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার এস.এম. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সার্কেল আবু তাহের ফারুকী, মহেশখালী থানার অফিসার মোঃ আব্দুল হাই (পিপিএম), র?্যাবের প্রতিনিধি, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট প্রশাসন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।