মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির দুই মুখপাত্র কর্তৃক মানহানীকর বক্তব্যের প্রতিবাদে আমিনপুর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সুজানগর ও বেড়া উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনীর ধর্মপ্রাণ মুসলিম জনতা দলমত নির্বিশেষে বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে। এ সময় প্রতিবাদী স্লোøগানে মুখোরিত হয়ে ওঠে ত্রিমোহনী বাজার থেকে আসাদগেট সড়ক। এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকা (রাঃ) এর প্রতি ভারতে বিজেপি সরকারের কটুক্তিকারি দুইজন মুখপাত্রের বিচারের দাবি সহ ভারতীয় সকল পন্য বয়কটের ডাক দেন। বক্তারা আরো বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও দিধা করবো না। বীরের জাতি মুসলিম জীবন দিয়ে হলেও নবী (সঃ) এর মর্যাদা রক্ষা করবে, ইনশাআল্লাহ। এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও পেশার মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিনত হয় ত্রিমোহনী থেকে আছাদগেট পর্যন্ত।