সরগরম চলচ্চিত্রপাড়া
থাপ্পড় ও পিস্তলকাণ্ডে দুদিন ধরে তোলপাড় দেশের চলচ্চিত্র অঙ্গন। শনিবার থেকে আলোচনা-সামালোচনার কেন্দ্রে মৌসুমী, ওমর সানী এবং জায়েদ খান। চলছে একে অপরের দোষারোপ। চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সব জায়গায়ই ওমর সানী অভিযোগ, জায়েদ খান তার সংসার ভাঙার চেষ্টা করছেন এবং নায়িকা মৌসুমীকে নানা মাধ্যমে বিরক্ত করছেন। তবে জায়েদ খানকে ভালো ছেলে হিসেবে দাবি করেছেন মৌসুমী। অডিও বার্তায় বলেন, জায়েদ তাকে কখনো বিরক্ত করেননি। তার সঙ্গে মৌসুমীর শুধু পেশাগত সম্পর্ক। কিন্তু ওমর সানী বারবার দাবি করেছেন, বিরক্ত করার যাবতীয় তথ্য প্রমাণ তাদের ছেলে ফারদিনের কাছে রয়েছে। পরে একটি ভাইভেও ছেলে ফারদিনের ওপর সব ছেড়ে দেন ওমর সানী। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মৌসুমী ও ওমর সানির ছেলে ফারদিন। তিনি বলেন, জায়েদ খানের বিষয়ে সবাই মোটামুটি জানেন।