কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহিদনগর থেকে জুরানপুর রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ন রাস্তা। এ রাস্তা দিয়ে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্র ছাত্রী সহ, কয়েকটি বাজার ও কয়টি ইউনিয়নের এলাকার কয়েক হাজার মানুষ চলাচল করে। অব্যবস্থাপনা ও জলাবদ্ধতার কারনে চলাচলের অযোগ্য হয়ে পরেছে। শহিদনগর থেকে জুরানপুর পর্যন্ত এ রাস্তাটি অত্র এলাকার একটি গুরুত্বপূর্ন সড়ক। সংস্কার ও যথাযথ ব্যবস্থাপনা নেই এই সড়কের। সড়কটি দশপাড়া ও ষোলপাড়া, ভাগলপুর অংশে রাস্তার বেহাল দশা সড়কের বিভিন্ন স্থানে খানা খন্দর, খোয়া বের হয়ে অনেক স্থানে গর্ত হয়ে আছে। বৃষ্টি না হলেও সড়কের অনেক স্থানে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি থেকে আসা পানি টানা জমে থাকে অনেকদিন এসব স্থানে সড়কের গর্ত কাদা-পানিতে একাকার। পায়ে হেটে চলাচল একেবারেই অনুপযোগী। একমাত্র যানবাহন সিএনজি ও অটোরিক্সা যা চলাচলের রয়েছে ঝুকি। গর্তে অনেক সময় সিএনজি আটোরিক্সা উল্টো যাওয়া চিত্রও দেখা গেছে। তবে এই রাস্তার পাশের বাড়ীরগুলো উচু হওয়ায় রাস্তার উপর দিয়ে বাড়ীর পানি সরার কারনে রাস্তার বিটুমিন নষ্ট হয়ে খানা খন্দরের সৃষ্টি হয়। এলাকার জনগণ বলেন এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয় মুমূর্ষু রোগীদের হসপিটালে নিতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া ওই রাস্তা দিয়ে কলেজ মাদ্রাসার স্কুলের অনেক ছাত্রছাত্রী যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। এ ব্যাপারে সুন্দুলপুর মডেল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আসলাম মিয়াজী জানান,আমি পাঁচ মাস হলো চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছি। দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রাস্তার বেহাল দশা দেখে আমাদের এমপি মেজর জেনারেল(অব.) সুবিদ আলী মহোদয়কে অবহিত করা হয়েছে। কিছুদিনের মধ্যে এ রাস্তার টেন্ডার আহবান করা হবে।