গজারিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত। বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামীলীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড্যাঃমৃণাল কান্তি দাস।উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুন্সীগঞ্জ মোঃআব্দুল কাদির মিয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন, সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ খাঁন তোতা (সিআইপি) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক, বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান, টেংগারচর ইউঃপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজীসহ জন প্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দশটি উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ সংক্রান্ত বিষয়ে কর্মশালায় উল্লেখ্য বিষয় নিয়ে আলোচনা, সমস্যা চিহ্নিতকরণ এবং করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনা করা হয়।