শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

নওগাঁয় ৪০ মৎস্যজীবী পরিবার পেল ছাগল

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

নওগাঁয় সদর উপজেলার কার্ডধারী ৪০ জন মৎস্যজীবী পরিবারের মাঝে ১৬০টি ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ আর্থিক সালে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এসব ছাগল বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে এসব ছাগল বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজসহ প্রমুখ।এসময় প্রধান অতিথি বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাদের আয় রোজগার থাকে না। প্রধানমন্ত্রী তাদের কথা চিন্তা করে বিকল্প আয়ের জন্য এসব ছাগল দিচ্ছেন। যাতে করে ছাগলগুলো পালন করে তারা যেন আয় বাড়াতে পারে। পর্যায়ক্রমে সকল মৎসজীবীকে এসব ছাগল দেওয়া হবে। এর আগে প্রধান অতিথি সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি যযন্ত্রপাতি/মিনি পিকআপ বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com