শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

পাবনায় বহুজাতিক কোম্পানীর হাত থেকে বিড়ি শিল্পকে রক্ষায় মানববন্ধন ও স্মারক লিপি পেশ

মোবারক বিশ্বাস পাবনা :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

বিড়ি শিল্পকে বহুজাতিক কোম্পানীর হাত থেকে রক্ষার জন্য পাবনার মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি পেশ করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ হারিক হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান। আরো বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক আব্দুল গফুর, কার্যকরি সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ব্রিটিশ ট্যোবাকোর এজেন্টরা দেশের বিড়ি শিল্পকে ধ্বংসের জন্য নানা পায়তারা করে যাচ্ছে। দেশে বিড়ি শিল্পকে ধ্বংস করতে বিদেশি একটি বহজাতিক কোম্পানীর কম দামি সিগারেটের শুল্ক্ ২০২২-২০২৩ অর্থ বছরে মাত্র ১ টাকা বাড়িয়েছেন। এটা বিড়ি শিল্পকে ধ্বংসের নিল নকশা। সেই সাথে বিড়ি শ্রমিকদের নুন্যতম মজুরী হাজার প্রতি ৬৫টাকা করার দাবি জানান। প্রতিবাদ সমাবেশ থেকে বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসাবে ঘোষনার দাবি জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামীম ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com