বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

জনগণের দুঃখ দুর্দশার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছি : ডা,শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা,শফিকুর রহমান গত ২২জুন বুধবার কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ৩নং মোহনগঞ্জ ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা,শফিকুর রহমান বলেন, ধৈর্য্যের সাথে সকল বিপদ -আপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। জনগণের দুঃখ দুর্দশার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছি। তিনি গত ২২জুন বুধবার কুড়িগ্রামে চর রাজিবপুর উপজেলায় ৩নং মোহনগঞ্জ ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে এ কথা বলেন। তিনি ইসলামী ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশ গ্রহণের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা,শফিকুর রহমান রাজিপুরের রসন্যাসিকান্দি,কের্ততারি,শিকারপুর, নাউশালা,গুচ্ছগ্রাম, বড়বের, রাংলা বাজার, বেশ কয়েকটি গ্রামের পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তার ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী সাবেক আমীর অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম জেলা আমীর মাওঃ আব্দুল মতিন ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন আলী সরকার, রাজিবপুর উপজেলা আমীর মাওঃ আব্দুল লতিফ, রৌমারী উপজেলা আমীর আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com