নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭৫ জন কৃষকদের মাঝে বিনামুল্যে গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ সুতলি পলিথিন বালাই নাশক এবং ৯০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের রোপা ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে এমওপি, ১০ কেজি করে ডিওপি সার বিতরন করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক লুৎফর রহমান ও সুবিধা ভোগিরা উপস্থিত ছিলেন।