বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

নোয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন

আবদুল লতিফ শিকদার নোয়াখালী (সদর) :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

নোয়াখালীতে, নোয়াখালী অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে নোয়াখালী সদর উপজেলায় এক বড় পরিসরে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে অপারেশন সহযোগিতা ও চিকিৎসায় ছিলেন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর। শনিবার (২৫শে জুন) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নোয়াখালী সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট বাজার সংলগ্ন দক্ষিণ জগতপুর গ্রামের পরেশ মাষ্টারের বাড়ীতে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত চক্ষু ক্যাম্পে দীপক ভৌমিকের, সাবেক কাউন্সিলর নোয়াখালী পৌরসভা, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুর আলম ছিদ্দিকী রাজু,ভাইস চেয়ারম্যান, নোয়াখালী সদর উপজেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল বারী চৌধুরী, চেয়ারম্যান ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জনাব নুর আলম ছিদ্দিকী রাজু বলেন, আমি নোয়াখালী অন্ধকল্যাণ সমিতিকে তাদের এই মহতী উদ্যোগের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা নোয়াখালীতে দীর্ঘদিন থেকে এই সেবা দিয়ে আসছে। মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে চেষ্টা করে যাচ্ছে। আমি তাদের চলার পথে সাফল্য কামনা করি।এছাড়াও বিশেষ অতিথি বক্তব্যে জনাব ফয়সাল বারী চৌধুরী তার নিজ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে তাদের এই বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য নোয়াখালী অন্ধকল্যাণ সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও উক্ত চক্ষু চিকিৎসায় চিকিৎসক হিসেবে ডাঃ দোলন রানী কুরী, এমবিবিএস, ডাঃ সাখাওয়াত হোসেন এমবিবিএস, ডাঃ উত্তম মজুমদার কনসালটেন্ট অপটোমেট্রিকস, ডাঃ সৌরভ মজুমদার, ডিএমএফ,ডাঃ হৃদয় মজুমদার, জুনিয়র অপটোমেট্রিকস। উক্ত ক্যাম্পে প্রায় ২০০ জন রোগীকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। তন্মধ্যে ৩০ জন চোখের লেন্সসহ ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। তাছাড়াও বিনামূল্যে রোগীদের বিভিন্ন চোখের ড্রপ ও ঔষধ প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com