বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

সকল এনজিওকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানালেন হুইপ মিসবাহ এমপি

আল-হেলাল সুনামগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান এডভোকেট এমপি বলেছেন,পদক্ষেপ এনজিও সংস্থাটি সুনামগঞ্জকে এগিয়ে নিতে দীর্ঘদিন যাবৎ মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। তারা সর্বদাই জেলাবাসীর দুর্যোগে মানুষের সাথে আছে। এই সংস্থাটিকে মডেল ধরে সুনামগঞ্জ জেলার সকল এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে চলমান বন্যা দুর্যোগ মোকাবেলায় বানভাসী মানুষের পাশে দাড়ানোর জন্য আমি উদাত্ত আহবাণ জানাচ্ছি। ২৮ জুন মঙ্গলবার দুপুরে পদক্ষেপ এনজিও সংস্থার হাজীপাড়াস্থ এরিয়া কার্যালয়ে ৫ শতাধিক বন্যার্ত জনসাধারনের মাঝে ত্রাণসামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবাণ জানান। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে দিনব্যাপি বন্যার্ত নারী পুরুষের মাঝে উক্ত ত্রাণসামগ্রী বিতরন করা হয়। সংস্থার মাঠ পর্যায়ে সনাক্তকৃত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে চাল, ডাল, আলু ও সোয়াবিন সমেত ত্রাণসামগ্রীর প্যাকেট আনুষ্ঠানিকভাবে বিতরন করেন হুইপ মিসবাহ এমপি। এসময় এসময় পদক্ষেপ এর সিনিয়র সহকারী পরিচালক আবুল বাশার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল ম্যানাজার মোঃ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যাবস্থাপক গোলাম এহিয়া,সিনিয়র অফিসার খান গোলাম মোস্তফা, মোঃ শামীম মিয়া, পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানাজার মোঃ কামরুজ্জামান, সুরমা ব্রাঞ্চের ম্যানাজার মোঃ বাদল হোসেন, এসডিও জাহিদুল ইসলাম, ইডিও সোহেল খান, পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার গোলাম এহিয়া বলেন, ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে পদক্ষেপ এর কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে দুর্যোগ মোকাবেলা,স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, কমিউনিটি উন্নয়ন কার্যক্রম, ঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই সংস্থাটি। সর্বশেষ জুন মাসের কর্মব্যস্ততার মধ্যেও চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ পৌরসভায় ৫০০,সুরমা ইউনিয়নে ৭০০ ও জামালগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। সিলেট এরিয়ার এরিয়া ম্যানাজার ও সিনিয়র ব্যবস্থাপক মোঃ মজিবুল হক জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেট বিভাগের মৌলভীবাজার,সিলেট ও সুনামগঞ্জ জেলায় মোট ৩৯০০ পরিবারকে প্রথম দফায় ত্রাণ সহায়তা দিতে যাচ্ছে সংস্থাটি। পরবর্তীতে ত্রাণ সহায়তা বৃদ্ধি করা যেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com