বাগেরহাটের ফকিরহাটে ২০২১-২২ অর্থ বছরে খরিফ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপান বৃদ্ধির জন্য ৫০০জন কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূলে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার (২৯ জুন) বিকেল ৪টায় উপজেলা অডিটরিয়ামে এসব কৃষক-কৃষাণীদের উফশী ধানের বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক খান আছাদুজ্জামান প্রমূখ। এদিন প্রতি উপকারভোগী কৃষক-কৃষাণীকে ৫কেজি উফশী ধানের বীজ এবং ১০ কেজি বিএপি সার ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।