বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

সাভারে শিক্ষক হত্যা ও নির্যতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২

সাভারে শিক্ষক হত্যা নড়াইলে কলেজ শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২৮ জুন মঙ্গলবার দুপুরে। সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করে মৌলভীবাজারের কিছু প্রগতিশীল সংগঠন। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি জহর লাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুক মিয়া, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক ফোরাম নেতা দিলীপ দেবনাথ, সংস্কৃতিকর্মী মীর ইউসুফ আলী, নির্বেন্দু নির্ধুত তপু, লক্ষণ অধিকারী, ছাত্রনেতা বিশ্বজিৎ নন্দী, প্রশান্ত কৈরী, রাজীব সুত্রধর প্রমুখ। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সুমন কান্তি দাশ। সমাবেশে বক্তারা বলেন, একজন ছাত্র কর্তৃক শিক্ষককে হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ ঘটনার আড়ালে কারো মদদ আছে কি না সেটি খতিয়ে দেখতে হবে। এছাড়া নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com