বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

জগন্নাথপুরে অসহায় মানুষের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন ওসি মিজান

ইয়াকুব মিয়া জগন্নাথপুর (সুনামগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বরণকালের ভয়াবহ বন্যায় উপজেলার প্রায় ৪ লক্ষ পানিবন্দী হয়ে পড়েছেন। মানুষ আত্মরক্ষায় বাড়ি-ঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছেন। ভয়াবহ বন্যায় খাদ্য-ত্রানের জন্য মানুষের হাহাকার শুরু হয়। বন্যার শুরু থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও পানিবন্দী খতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী নিয়ে প্রতিদিন পৌঁছিয়ে দিচ্ছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ও থানার অফিসার ফোর্সরা। ওসি মিজানুর রহমান তিনি থানায় যোগদানের পর থেকে আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি ও মানুষের কল্যাণে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সততা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সর্ব সাধারণের কাছে। ওসি মিজানুর রহমান ইতিমধ্যে দল-মত-নির্বিশেষে থানা পুলিশের টিম নিয়ে সকল ধরনের অপরাধ বন্ধ ও ডাকাতি, খুন, যখম, মাদকমুক্ত, বাল্যবিবাহ বন্ধ এবং হয়রানীমূলক মিথ্যা মামলা বন্ধ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জায়গায়-জমি, তুচ্ছ ঘটনার বিরোধে- মারামারি হলে উভয় পক্ষকে থানায় ডেকে নিয়ে আপোষে নিষ্পত্তি করে তিনি ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হিসাবে সুনাম কুড়িয়েছেন। পুলিশ সম্পর্কে মানুষের যে সাধারণ ধারণা, সেই জায়গায় ওসি মিজানুর রহমান একদম ব্যতিক্রমী চরিত্র। তিনি অসহায় মানুষের সেবায় কাজ করেন বলে জানান থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম তালুকদার। উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত মাওলানা মুক্তার মিয়ার ছেলে সমাজকর্মী মোঃ ইসহাক মিয়া জানান, বন্যার শুরু থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্সরা বন্যায় অসহায় মানুষের পাশে ত্রান নিয়ে দাড়িয়েছেন। মানুষ হতে হলে কী ধরনের মানবিকতাবোধ থাকতে হয়, ওসি মিজানুর রহমান স্বরণকালের এই ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে ত্রান সামগ্রী নিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com