ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে করোনার কারণে খেলতে পারনেনি। তবে প্ৰথম টি২০-তে নেতা হিসেবে প্রত্যাবর্তন করেছিলেন রোহিত শর্মা। নেতৃত্বের বিশ্বরেকর্ড নাগালেই ছিল। রোজ বোলে সেই রেকর্ড গড়েই শেষমেশ মাঠ ছাড়লেন হিটম্যান। এই প্ৰথমবার ক্রিকেট ইতিহাসে টি২০-তে প্ৰথম ক্যাপ্টেন হিসেবে টানা ১৩ ম্যাচ জিতলেন রোহিত। বৃহস্পতিবার হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড শো-এ ভারত ইংল্যান্ডকে ৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। হাফসেঞ্চুরি এবং চার উইকেট নিয়ে সাউদাম্পটনে দাদাগিরি দেখিয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা, দীপক হুডা, সূর্যকুমার যাদবরাও ব্যাট হাতে অবদান রাখলেন। বিরাট কোহলির কাছ থেকে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন যাওয়ার পর থেকেই অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া। টানা ১৩ ম্যাচ জেতার পথে রোহিতের টিম ইন্ডিয়া হারিয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং এখন ইংল্যান্ডকে। ঘটনা হল, আন্তর্জাতিক টি২০-তে ক্যাপ্টেন রোহিত এখনো একবার হারের স্বাদ পাননি। এই বছরেই টি২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। সেই শো পিস ইভেন্টের আগে ভারতের এমন দাদাগিরি বেশ আশাব্যঞ্জক।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত দলের ব্যাটারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সেই সঙ্গে আগামীদিনে তাঁর পরিকল্পনা কী হতে চলেছে, সেটাও জানিয়েছেন।
‘পাওয়ার প্লে-র প্ৰথম ছয় ওভারের পূর্ণ সদ্ব্যবহার করতেই হবে। পাওয়ার প্লে-তে আমাদের ব্যাটিংয়ের নির্দিষ্ট একটা প্ল্যানিং রয়েছে। এরকম ম্যাচে নিজেদের সবসময় ব্যাক করতে হয়। কখনো এরকম পরিকল্পনা কাজে আসে, কখনো আসে না। পুরো ব্যাটিং ইউনিটকেই দলের ভাবনার শরিক হতে হবে। আজ ব্যাটাররা যথেষ্ট নজর কেড়েছে’ বলে দেন হিটম্যান। দ্বিতীয় টি২০ শনিবার বার্মিংহ্যামে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, ঋষভ পন্থরা ফিরছেন। এমন অবস্থায় ভারত যে আগামী ম্যাচেই সিরিজের দখল নিতে চাইবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস