মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও বিক্ষোভ ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী কিশোরগঞ্জে শহীদ পরিবারের জায়গাজমি জবরদখল বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিরাপদ সড়ক চাই দাউদকান্দি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা টমেটো চাষে কৃষক ফিরোজের বাজিমাত, ঝুঁকছেন অন্য কৃষকরাও দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার তৃতীয় দিনের মতো চলছে সুন্দরবনের আগুন নেভানোর কাজ বাড়ির ভিতর স্বল্প পরিসরে মাছচাষে তিনগুণ লাভে খুশি মাছচাষী শরীয়তপুর সদর উপজেলাকে একটি আধুনিক উন্নত মডেল রূপে গড়ে তুলবো-উজ্জ্বল আকন্দ

শ্রীলঙ্কায় প্রমাণ হলো জনগণের ক্ষমতাই আসল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

রাজনীতিবিদের প্রধান উদ্দেশ্য জনগণকে সেবা দেওয়া। কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তারা তাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি ভুলে যান। ব্যস্ত হয়ে পড়েন নিজেদের নিয়ে। শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মনে করিয়ে দেয় জনগণ কতটা শক্তিশালী। দেশটি স্বাধীনতার পর বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে। কোনো পদক্ষেপেই কাটছে না সংকট। তাছাড়া শ্রীলঙ্কাকে চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার (৯ জুলাই) শ্রীলঙ্কায় যা ঘটেছে তা জেমস শার্লির লেখা সত্যবাদের কথাই মনে করিয়ে দেয় যে, রাজদ- ও মুকুটকেও একদিন তলিয়ে যেতে হবে। ওই দিন দুপুর থেকেই দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বাস, ট্রেন ও গাড়িতে দলে দলে মানুষ আসতে থাকে রাজধানী কলম্বোয়। বিপদ আঁচ করে শুক্রবার রাতেই প্রেসিডেন্ট রাজাপাকসেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সেনাবাহিনী।
প্রবল উৎকণ্ঠায় রাত কাটলেও জনতার ধৈর্যের বাঁধ ভাঙে সকালে। সব বাধা পেরিয়ে করে হাজার হাজার মানুষ কলম্বোয় রাজাপাকসের সরকারি প্রাসাদ ঘিরে ফেলে। কাঁদানেগ্যাসের গোলা ছুড়ে, শূন্যে গুলি ছুড়েও তাদের রুখতে ব্যর্থ হয় পুলিশ। এক সময় ব্যারিকেড ভেঙে স্রোতের মতো মানুষ ঢুকে পড়তে শুরু করে প্রাসাদের ভেতরে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে সরকারের সবাইকে পদত্যাগ করতে বলে। সেদিন রাতেই স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, দলের সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগ করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট। বুধবার (১৩ জুলাই) তার পদত্যাগ করার কথা ছিল। তবে পদত্যাগ না করে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে গেছেন তিনি।
শ্রীলঙ্কায় মাসব্যাপী চলা বিক্ষোভের চূড়ান্ত রূপ নেয় প্রেসিডেন্টের বাসভবনে হামলার মধ্যে দিয়ে। এরপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটির সরকার জ্বালানি তেলসহ প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারছে না। এতে সেখানের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতির মধ্যে দেশটিতে ঘটে গেছে জনগণের অভ্যুত্থান। পতন ঘটতে যাচ্ছে রাজাপাকসে পরিবারের শাসন। শ্রীলঙ্কার সরকারে এই পরিবারের ছয়জন সদস্য দায়িত্বপালন করেছে, যাদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। একসময় তারা নিজেদের সর্বশক্তিমান ও অজেয় মনে করতেন। গোতাবায়া রাজাপাকসের ক্ষমতা গ্রহণের ৩০ মাসের মধ্যে এরকম ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। সংসদে তাদের দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু জনগণের বিক্ষোভের মুখে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। সূত্র: ডেইলি মিরর শ্রীলঙ্কা
মালদ্বীপ ছাড়লেন গোতাবায়া রাজাপাকসে: কিছুক্ষণ আগেই মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেছেন।

মঙ্গলবার গভীর রাতে তিনি তার স্ত্রী এবং দুই নিরাপত্তা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কলম্বো থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন। সেখান থেকে বুধবার শেষের দিকে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তিনি যাননি। এদিকে দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে গেছেন গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের কারণে দেশ ছাড়তে বাধ্য হন গোতাবায়া। তবে গোতাবায়া রাজাপাকসে এখনও পদত্যাগ করেননি। বুধবারই তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ছিল। দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেও এ বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালের মধ্যেও গোতাবায়ার পদত্যাগপত্র জমা দেওয়া হয়নি। বুধবার স্পিকার জানিয়েছিলেন যে, পূর্বের ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট আজই পদত্যাগপত্র হস্তান্তর করবেন। প্রেসিডেন্ট নিজেই তাকে এ কথা জানিয়েছেন। সে সময় স্পিকার আরও জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com