১৮ জুলাই সোমবার সারাদেশে জাতীয়ভাবে সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় দিনাজপুর উপশহরস্থ গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর আয়োজনে পর্যায়ক্রমে প্রায় ১ হাজার বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা হসপিটালে আগত রোগীদের মাঝে বিতরণ করা হয়। বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল কমিটির সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল লতিফ, সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, সহ-সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক জনাব আলী, নির্বাহী সদস্য এ্যাডঃ মেহেরুল ইসলাম। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আজকের লাগানো একটি গাছ আগামী দিনে বিপদের বন্ধু সঞ্চয় হিসেবে উপকার করে। প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়ভাবে সারাদেশে সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় আমরাও বনজ, ফলজ ও ঔষধী চাছের চারা রোগীদের মাঝে বিতরণ করছি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতাল ব্যবস্থাপক শফিকুল আলম। বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে হসপিটালের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।