শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

দিনাজপুরে আসন্ন শারদীয় দূর্গপূজাকে সামনে রেখে শহর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কোতয়ালী থানার সদ্য যোগদানকারী ওসি তানভিরুল ইসলামের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২

১৮ জুলাই সোমবার বাংলাশে পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শহর শাখার সভাপতি রণজিৎ কুমার দাস ও যুগ্ম সাধারন সম্পাদক উত্তম রায় এর নেতৃত্বে শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুরে আসন্ন দূর্গাপূজা উযদাপন করার লক্ষ্যে সদস্যরা ফুলের তোড়া দিয়ে সদ্য-যোগদানকারী কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম এর সাথে মত বিনিময় করে। মত বিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর শহর শাখার সভাপতি রণজিৎ কুমার দাস বলেন, দিনাজপুর শহরে কিছু ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ রয়েছে। সেগুলোকে এখন থেকে পুলিশ প্রশাসনের নজরদারীতে রাখতে হবে। সদ্য যোগদানকারী কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম বলেন, পূজা মন্ডপগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। তবে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন। পুলিশ প্রশাসনের পাশে আপনারা সক্রিয় থাকেন তাহলে দিনাজপুরে সুন্দর ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এসময় সংগঠনের সহ-সভাপতি রণজিৎ দত্ত রন, প্রচার সম্পাদক উত্তম কুমার রায় (৩), সাংগঠনিক সম্পাদক উদয় চক্রবর্তী, জেলা সদস্য লিটন কুন্ড, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি হিরণ দত্ত, ৩ নং ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক নিপন দাস, ৫নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি সবুজ দাস, দলন মন্ডল, সাধারনস সম্পাদক নারায়ন মন্ডল, ৬নং ওয়ার্ড সভাপতি পরিতোষ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আকাশ সিং, সদর উপজেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক চম্পক মহন্ত ও শহর কমিটির নির্বাহী সদস্য গনেশ বিশ^াস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com