বুধবার, ২৬ জুন ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
পাঁচবিবিতে পাট ও পাট বীজচাষিদের প্রশিক্ষণ সহায়তা কেন্দ্র (আসা নাক) জামালপুরের সাধারণ সম্পাদক কাউছারের বিরুদ্ধে একযোগে অনাস্থা ফুলপুরে রাস্তার কাজে গাফেলতি জনদুর্ভোগ চরমে মুন্সীগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যাকান্ডের প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জামালপুরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল দাবিতে অভিভাবকদের বিক্ষোভ কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা জলঢাকায় পাট চাষি প্রশিক্ষন শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর প্রকল্প সমাপনী ও প্রকাশনা কুড়িগ্রামে স্কুল পর্যায়ে বিতর্ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা পঞ্চগড়ের দেবীগঞ্জে সফল পোনা চাষী শিক্ষক চিনু মাস্টার

সোনাগাজীর সোনাপুরে চলাচলের রাস্তার গার্ড ওয়াল ভেঙ্গে দখল চেষ্টার অভিযোগ

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের (সোনাপুর বাজার সংলগ্ন) গোলাল হাজী বাড়ীর সফি উল্যাহ টেইলার এর বাড়ীতে চলাচলের রাস্তায় নির্মিত গার্ড ওয়াল ভেঙ্গো রাস্তার জায়গা দখল চেষ্টার অভিযোগ রয়েছে একই বাড়ীর অপর প্রতিপক্ষ আবদুল শুক্কুর গংয়ের বিরুদ্ধে। বাদী সফিউল্যাহর দায়েরকৃত মামলার অভিযোগ, সালিসি রোয়েদাদ, জমিক্রয়ের দলিল ও মৌখিক অভিযোগ সূত্রে জানা যায়, সফি উল্যাহ তার বাড়ীতে চলাচলের পথ সংকীর্ণ হওয়ায় একই বাড়ীর অপর অংশীদার শাহ আলম থেকে চলাচলের পথের জন্য ১শতক জায়গা বিগত ২০১৯ সালে ৩৫৯৭ নং ছাপ কবলা দলিলে হাত নকশা ও চৌহদ্দি দিয়ে ক্রয় করেন ও জায়গার দখল বুঝে নেন। (জমির তফসিল মৌজা সোনাপুর, জেএল নং সিএস ২৯২, দিয়ারা ৭২, বিএস ৭৩ নং সোনাপুর মৌজা, সিএস খতিয়ান নং ৪৬৫, দিয়ারা খতিয়ান নং ৫১৪, বিএস খতিয়ান নং ২০৮, সিএস দাগ নং ৩১২৪/৩১২৫, দিয়ারা দাগ নং ২৭২৫/২৭৩২/২৭৩৩, বিএস দাগ নং ৩২৮০ দাগে ৪১শতক আন্দরে চলাচলের পথের জন্য ১শতক ছাপ কবলা মূলে খরিদকৃত জায়গা বটে, যার চৌহদ্দি ; উত্তরে নুরুল ইসলামের পাকা বিল্ডিং, দক্ষিণে দাতা শাহ আলমের বসতঘর, পূর্বে বাদী সফিউল্লাহ ও পশ্চিমে সরকারি খাল) অভিযোগকারী সফিউল্লাহ জানান, পূর্ব বিরোধের জের ধরে একই বাড়ীর প্রতিপক্ষ মৃত আহছানউল্লার পূত্র আবদুল শুক্কুর গং ও তাদের পক্ষে ভাড়াটিয়া লোকজন রাতের আঁধারে (১৭ জুলাই দিবাগত রাতে) তাহার বাড়ীতে চলাচলের রাস্তায় নির্মিত গার্ড ওয়াল ভেঙে জায়গা জবর দখল করার চেষ্টা চালায়। এর আগে তারা জায়গা দখল করার চেষ্টা করিলে আবদুল শুক্কুর, আবদুল হালিম, রিমন, সুমন ও বিবি জহুরা সহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে সোনাগাজী থানায় সফিউল্লাহ বাদী হয়ে এজাহার দায়ের করেন। (বাঃ দঃবিঃ ১৪৩/ ৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/ ৩৫৪/৫০৬ পেনাল কোড- ১৮৬০; পূর্ব বিরোধের জের ধরিয়া বেআইনি জনতা দলবদ্ধ হইয়া অনধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্যে মারধর করিয়া, সাধারণ ও গুরুতর জখম, চুরি, শ্লীলতাহানি এবং হুমকি প্রদানের অপরাধে তাদের বিরুদ্ধে উক্ত মামলাটি এফআইআর হয়) মামলা ও বিরোধের একাধিক ঘটনার পরি প্রেক্ষিতে বিগত ৩১/০৮/২০১৯ ইং আমিরাবাদ ইউপি মেম্বার ওহিদ হোসেন, সমাজসেবক মোঃ ইসমাইল, আবদুস সালাম আমিন, আবুল ফয়েজ ও শাহ আলম সহ সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমি বিক্রেতা শাহ আলমের সাথে বিবাদীদের লেনদেন সংক্রান্ত বিরোধের বিষয়টি সুরাহার করতে বিবি জহুরা/আবদুল শুক্কুর গং কে শাহ আলমের নিকট তাদের দাবিকৃত ৭৫ হাজার টাকার ক্ষতিপূরন সহ ১লক্ষ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। সালিসি রোয়েদাদে উভয়পক্ষ একই বাড়ীর আত্মীয় স্বজন হিসেবে মিলেমিশে চলবে এবং জমির দাবি করিবেনা, চলাচলের জন্য নির্মিত উক্ত রাস্তায় কোন ধরনের বসতি নির্মাণ, কাজে বাঁধা দিবেনা বলে আপোষ রফা করা হয়। সফিউল্লাহ অভিযোগ করেন- তারা উগ্র উশৃংখল ও আইন অমান্যকারী, তাদের সাথে একাধিক সালিসি বৈঠক শেষে আপোষ রফা হওয়ার পরও তারা তাহা অমান্য করে রাতের আঁধারে আমার চলাচলের রাস্তার গার্ড ওয়াল ভেঙে জবরদখল করার চেষ্টা চালায়, সোনাগাজী থানায় তাদের নামে মামলা রয়েছে আমি গার্ড ওয়াল ভেঙে ফেলার বিষয়টিও সোনাগাজী মডেল থানায় জানিয়েছি। প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উল্লেখিত বিবাদীগণের উপযুক্ত বিচার দাবি করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com