বান্দরবানের লামায় প্রকাশ্যে পাহাড় কাটার মহোৎসব চলছে রুপসী পাড়া ইউনিয়নের আওতাধীন ২নং ওয়ার্ড উত্তর দরদরী নয়াপাড়া এলাকায় গত এক সপ্তাহ ধরে দিন দুপুরে প্রকাশ্যে উচুঁ পাহাড় কেটে সাবাড় করছেন এক পরিবহন নেতা। এমন অভিযোগ ¯’ানীয়দের। ¯’ানীয় সূত্রে জানা গেছে,২৯৪ নং দরদরী মৌজার হোল্ডিং নং আর ৩৩ এর( ৪.৫০) একর দ্বিতীয় ও ত”তীয় শ্রেনীর পাহাড় ক্রয় সূত্রে আব্দুল মালেক পিতা আব্বাছ আহাম্মদ দীর্ঘ দিন যাবৎ ভোগ দখলে আছেন। উচুঁ পাহাড়টি কেটে অনেকটাই বর্তমানে সম ভূমিতে পরিণত করা হয়েছে। সরেজমিন থেকে প্রাপ্ত তথ্যমতে জানাযায়, পাহাড় কেটে প্রতিদিন ২০/২৫ ট্রাক, পিকআপ ও ট্রাক্টর দিয়ে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করা হ”েছ। ফলে আশঙ্কা বাড়ছে পরিবেশ বিপর্যয়ের। অবাধে পাহাড় কাটার ফলে রুপসী পাড়া ইউনিয়নের পাহাড় গুলোর অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। নষ্ট হ”েছ প্রাকৃতিক ভারসাম্য। ¯’ানীয়দের অভিযোগ,এলাকার কিছু পাহাড় খেকো ব্যাক্তিস্বার্থে পাহাড় কেটে মাটি বিক্রয় করে অর্থ বিত্তের মালিক হয়েছেন।একটি সংঘবদ্ধচক্র পাহাড় কাটা ও মাটি বিক্রয়ের সাথে জড়িত। তারা বলেন এমনিতে লামা উপজেলায় প্রতি বছর পাহাড় ধ্বসে প্রাণহানির ঘটনাঘটে।প্রশাসনের এখনই সঠিক সময় এ পাহাড় খেকো চক্রকে থামানো। দরদরী নয়াপাড়ার ¯’ানীয় বাসিন্দা,হালিমা খাতুন,স্বামী ম”ত লাল মিয়া জানান,দিনের পর দিন আব্দুল মালেক এর প্রত্যক্ষ তত্ত্বাবদানে পাহাড় কাটা অব্যাহত রাখায় আমরা অতংকিত কখন যে আবার এই উচুঁ পাহাড়টি ধস হয়, চলতি বর্ষা মৌসুমে ভারি বর্ষণে পাহড়টি ধসের আশঙ্কা রয়েছে, আমরা পরিবার-পরিজন নিয়ে প্রাণহানির ঘটনা এড়াতে ওই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, এলাকার কিছু পাহাড়খেকো তাদের ব্যক্তিস্বার্থে নিজ মালিকানাধীন পাহাড় কেটে ঘর-বাড়ি, দোকান পাট নির্মাণ করছে। এ ছাড়া পাহাড় কেটে সেই মাটি বিক্রি করে দেদারসে বেচাকেনার মাধ্যমে রাতারাতি ধনী বনে যা”েছ। এদিকে, পাহাড়গুলো কেটে সৌন্দর্যহানীসহ গোটা এলাকার পরিবেশ নষ্ট করা হ”েছ। ট্রাক দিয়ে মাটি পরিবহনের কারনে পাড়ার ব্রিকসলিন সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।¯’ানীয় প্রশাসন এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলেও অভিযোগ রয়েছে। পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা থাকলেও রুপসী পাড়া ইউনিয়নে তা মানা হ”েছ না। এ ব্যাপারে লামা উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শামীম বলেন, সরকারী ভাবে পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ।তাই পাহাড় কাটার সংবাদ পেয়েই ঘটনা¯’ল পরিদর্শন করি, পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে, ঘটনা¯’লে ট্রাক কিংবা পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহন করা হবে।