শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

বিএনপি নেতা টিএস আইয়ুব গ্রেপ্তার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২

বিএনপির কেন্দ্রীয় নেতা ও যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করা হয়েছে । গত শুক্রবার রাত সাড়ে ১১টায় বাঘারপাড়া থানার এসআই আওয়ালের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন ।
তিনি জানান, টিএস আইয়ুবের বিরুদ্ধে ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার রাতে খবর আসে যশোর থেকে তিনি নড়াইল যাচ্ছেন। তাৎক্ষণিক পুলিশ অভিযানে ছাতিয়ানতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে, অভিযোগ করা হচ্ছে শনিবার (৩০ জুলাই-২০২২) বাঘারপাড়া পৌর বিএনপির কাউন্সিল কাউন্সিলকে ঘিরে একটি মহলের ষড়যন্ত্রকে সফল করার সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। যদিও এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি ফিরোজ উদ্দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com