শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

নবাবগঞ্জ স্বাস্থ্যখাত উন্নত করা হবে- ত্রি-বার্ষিক সম্মেলনে সালমান এফ রহমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়গ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, আমার এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে চিকিৎসা নেয়। আমি ইতোমধ্যে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ বেড থেকে ১০০ বেডে উন্নত করেছি। সেই সাথে এখানে উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট করা হবে। আমি চাই আমার এলাকার জনগণ যেনো উন্নতমানের চিকিৎসা সেবা নিতে আর ঢাকা যেতে না হয়। ইনশা আল্লাহ রাজধানীর উন্নত চিকিৎসার মত নবাবগঞ্জ স্বাস্থ্যখাত উন্নত করা হবে। শনিবার রাতে ঢাকার বাহ্রা চরকান্দি মাঠে বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, আমি না চাইতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে হাইটেক পার্ক উপহার দিয়েছেন। যেখানে শত শত বেকার যুবক কাজ করতে পারবে। আমি ধীরে ধীরে আমার নির্বাচন কালীন ওয়াদা পালন করে যাচ্ছি। বিশেষ করে আমি মা বোনদের গ্যাস এনে দেওয়ার কথা দিয়েছিলাম। আমি দোহার-নবাবগঞ্জে গ্যাস আনার জন্যও কাজ করছি। শীঘ্রই হয়তো বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সুন্দর ভাবে সমাপ্ত করার জন্য উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি সহ যারা সংপৃক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা বুঝিয়ে দিয়েছেন নবাবগঞ্জে আওয়ামীলীগ অনেক শক্তিশালী ও সুশৃঙ্খল। তারই ধারাবাহিকতা রাখতে আগামী জাতীয় নির্বাচনে যেই নৌকা প্রতিক নিয়ে আসবে আমরা সকলে তার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা-১ আসন উপহার দিবো। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত উদ্বোধক ছিলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড.সাফিল উদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবকে বাহ্রা ইউপি চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ। পরে ২য় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাহ্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসহাক আলীকে সভাপতি ও উপজেলা যযুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com