মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি দুই প্রতারক আটক। ঢাকা বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই মাদ্রাসার সামনের পাকা রাস্তায় প্রতারক চক্রের দুইসদস্য একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশের এসআই পরিচয় দিয়া ৫০০ টাকা চাঁদা দাবি করে সেলিম, রবিবার (৩১ জুলাই ২০২২ ইং) রাত ১২ টা ১৫ মিনিটের সময়। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুড়ী থানার এস আই খসরুল আলম বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে, সেলিম মিয়া এবং কবির আহমদ নামক প্রতারক চক্রের দুইসদস্য কে আটক করে তাহাদের ব্যবহৃত একটি পালসার মটরসাইকেল ১৫০ সিসি অনটেস্ট সহ। আটক কৃতরা হলেন উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে সেলিম মিয়া(৩৭), বেলাগাঁও এর মৃত হোছন আলীর ছেলে কবির আহমদ(৪০)। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামী কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।