শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

গঙ্গাচড়ায় বাম তীর রক্ষা বাঁধ চায় মানুষ

আব্দুল আলীম প্রামানিক গঙ্গাচড়া (রংপুর) :
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২

তিস্তায় খায় কষ্টের সঞ্চয়

রংপুরের গঙ্গাচড়ায় ডানতীর রক্ষা বাঁধের মত বাম তীরেও বাঁধ চায় তিস্তাপাড়ের মানুষ। বর্ষাকালে উজানের পানি ও পাহাড়ী ঢলে দুই কুল ছাপিয়ে যায় তিস্তার পানিতে। পানি কমে গেলেই শুরু হয় ভাঙন। তিস্তার ভয়াল থাবা থেকে মানুষদের বাঁচাতে নদীর ডানতীর শাসনে ব্যবস্থা নিলেও বাম তীরের বাসিন্দারা রয়েছে চরম উৎকন্ঠায়। তাই বাম তীরে বাঁধের দাবী তুলেছেন চরাঞ্চলের মানুষ। জানা যায়, প্রতি বছর উজানের পানির সাথে পলি এসে তিস্তার বুক ভরাট হচ্ছে। সেই সাথে নদী ভাঙ্গনের ফলে নতুন এলাকায় চর জাগছে। শুস্ক মৌসুমে পানি শূন্য নদীতে দেখা যায় তিস্তার করুণ দৃশ্য। পলিতে ভরাট হওয়ায় পানি ধরে রাখার সক্ষমতা হারিয়েছে তিস্তা। এবছর বর্ষাকালে গজলডোবা বাঁধ দিয়ে ভারত পানি ছেড়ে দিলে তিস্তার নদীতে ৩ ধাপে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে গঙ্গাচড়া উপজেলায় নদীর তীরবর্তী ও চরের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আমনের বীজতলা, ভুট্টা, পাটসহ বিভিন্ন শাক-সবজির ক্ষেত পানিতে ডুবে যায়। এসব এলাকায় দেখা যায় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। গবাদি পশু, হাঁস-মুরগিসহ পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েন তারা। বর্তমানে তিস্তা নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। তিস্তার বামতীরে অবস্থিত গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসাল, শংকরদহ, পূর্ব ইচলী, নোহালী ইউনিয়নের ফোটামারী, বৈরাতী, কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর, বিনবিনার চর, চর চিলাখাল এলাকায় ভাঙনে ইতোমধ্যে ২ শতাধিক ঘর-বাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিনবিনার চরের পাকাসড়কের প্রায় ৫’শ ফুট অংশ ভেঙ্গে নদীগর্ভে চলে গেছে, চিলাখালচর সপ্রাবি এর পুরাতন ভবন বিলীন হয়েছে । এছাড়াও প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। তিস্তাপাড়ের মানুষের কষ্টের সঞ্চয় শেষ হয়ে যায় বন্যা আর ভাঙনে। পূর্ব চরইচলীর দুলাল মিয়া বলেন, এবার ভাঙনোত থাকাঘরটাও চলি গেইছে, কষ্ট করি যেকনা সঞ্চায় করি, সেকনা তিস্তায় খেয়া ফেলায়। স্থানীয়রা জানায়, চিলাখাল-বিনবিনা থেকে বাগেরহাট পর্যন্ত যদি বেরি বাঁধ দেয়া হয় তাহলে তিস্তার বামতীরের প্রায় ৩০ কিলোমিটার জায়গার ঘরবাড়ি-ফসলী জমি বাঁচানো যাবে। লহ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল হাদী বলেন, তিস্তা নদী সঠিকভাবে খনন না হওয়ার কারণে শেখ হাসিনা সেতুর নিচ দিয়ে পানি প্রবাহিত না হয়ে বাম দিক থেকে পানি গিয়ে তিস্তায় মিলিত হচ্ছে। এতে করে বামতীরে থাকা শংকরদহ, জয়রাম ওঝা, চল্লিশসার, ইচলী, পূর্ব ইচলীসহ চরগুলোতে প্রতি বছর বন্যা, ভাঙনের সৃষ্টি হচ্ছে। এর আগে পানি উন্নয়ন বোর্ডের নদী খনন করলেও তা কোন কাজে আসেনি। বরং খনন করা মাটিগুলো নদী থেকে দুরে না ফেলায় তা আবার নদীতে গিয়ে মিশেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com