মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘দুর্নীতিকে না বলুন’-এ প্রতিপাদ্য নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমেদ। কমিটির সদস্য সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন দৈনিক দেশবাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক খবরপত্র প্রতিনিধি এহসান বিন মুজাহির, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আবুজার বাবলা, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. আব্দুস শুকুর, দৈনিক যায়াযায় দিন প্রতিনিধি রুম্মান আহমেদ প্রমুখ। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, এ এন এম ওয়াহিদুজ্জামান, জয়শ্রী চৌধুরী সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, দুপ্রক এর সদস্য সৈয়দ ছায়েদ আহমেদ, কাওছার ইকবাল এবং দিল আফরোজ বেগম উপস্থিত ছিলেন। সভায় উন্মুক্ত আলেচনায় দুপ্রক নেৃতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টিসহ সর্বস্তরের মানুষের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার আহবান জানান। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।