বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

চাঁদপুরে প্রতিদিন ইলিশের দাম কমেছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

দক্ষিণা লের ইলিশের সবচেয়ে বড় বাজার চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এখন প্রতিদিন দেড় থেকে ২ হাজার মণ ইলিশ আসছে। এখান থেকে ইলিশ মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে জেলার বড় স্টেশনে মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে ৪৫টি আড়তে ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে পুরো এলাকা সরব দেখা যায়।
ইলিশ বিক্রেতা মো. শাহবুদ্দিন বলেন, এখন ঘাটে প্রচুর ইলিশ এলেও পদ্মার ইলিশ একেবারেই কম। চট্টগ্রাম, হাতিয়া, লক্ষ্মীপুরের ইলিশ বেশি আসছে। পদ্মার ইলিশ প্রতি কেজি ১৫০০ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা দামে বিক্রি হচ্ছে।
ইলিশ মাছের ক্রেতা মহন, শোভন ও মিজান বলেন, ‘এখানে লোকাল বা পদ্মার ইলিশ একেবারে কম। তাই দাম আকাশচুম্বী। এখন খালি হাতে বাড়ি না ফিরে দরদামে যেটা পাবো, সেটাই কিনবো।’
বাজার দর জানাতে গিয়ে ব্যবসায়ী ইউসুফ বন্দুকসী বলেন, এখানে অধিকাংশ ইলিশ মাছ ছোট। যা ওজনে ৪০০, ৫০০ বা ৬০০ গ্রাম হবে। এই ইলিশ মাছ এখন ২২ থেকে ২৪ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। যা ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি। তবে আজ পদ্মার ইলিশ প্রায় ১০০ মণ বাজারে উঠেছে। এই ইলিশের দাম বেশি এবং সাইজেও বড়। এক কেজি সাইজের পদ্মার ইলিশ ১৩০০ টাকা, আর দেড় কেজির ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং ৮০০ গ্রামের ইলিশ ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এখন দিন যত যাবে, ঘাটে পদ্মার ইলিশের পরিমাণ বাড়বে বলে জানান ব্যবসায়ী ইউসুফ বন্দুকসী।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, আজকেও মৎস্য অবতরণ কেন্দ্রে দেড় থেকে ২ হাজার মণ ইলিশ এসেছে। আশা করা হচ্ছে, দ্রুত পদ্মার ইলিশের দামও কমবে। আর বর্তমানে এখানে ইলিশের যে দাম, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com