শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

অপ্রতিরোধ্য মেসি ও নেইমার, পিএসজির দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

লিওনেল মেসি আগেই জানিয়ে দিয়েছিলেন, নতুন মৌসুমের তাকে দেখা যাবে সেরা ফর্মে। উদ্বোধনী ম্যাচে যেন কথা রাখার বার্তাই দিলেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসির জোড়া গোলের দিনে লিগ ওয়ানে দারুণ সূচনা করেছে পিএসজি। মেসির পাশাপাশি নেইমার, হাকিমি ও মারকুইনিয়োসের গোলে শনিবার (৬ আগস্ট) পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ক্লেরমন্তকে। শক্তিতে অনেক পিছিয়ে থাকা প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ৫-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। অন্য দুটি গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কিনিয়োস।
গত সপ্তাহে নঁতকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে ফরাসি সুপার কাপ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করে পিএসজি। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার, জালের দেখা পেয়েছিলেন মেসিও। লিগে গত মৌসুমে দুইবারের দেখায় ক্লেহমোঁর বিপক্ষে ৪-০ ও ৬-১ গোলে জিতেছিল পিএসজি। ফিরতি লেগে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে ও নেইমার। চোটের কারণে এদিন ফরাসি তারকা না থাকলেও শুরু থেকে ছিলেন নেইমার। নবম মিনিটেই দলকে এগিয়ে নেন তিনি। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন পাবলো সারাবিয়া এবং ফ্লিকে বল বাড়ান নেইমারের পায়ে। ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা। ২৬তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে থ্রু পাস বাড়ান নেইমার। বলের নাগাল পাননি মেসি, তবে ডান দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে বল ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিমি। দলের তৃতীয় গোলেও বড় ভূমিকা নেইমারের। ৩৮তম মিনিটে বাঁ দিক থেকে তার দারুণ ফ্রি কিকে বিনা বাধায় জোরাল হেডে স্কোরলাইন ৩-০ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।
বিরতির পর পিএসজির আক্রমণের ধার কিছুটা কমে। সেই সুযোগে কয়েকটি সুযোগ তৈরি করে ক্লেহমোঁ। প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ানোর মতো কিছু যদিও করতে পারেনি তারা। শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৮০তম মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢোকার মুখে বাঁ দিকে নেইমারকে পাস দেন মেসি। নেইমার শট না নিয়ে দেন ফিরতি পাস আর প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে স্কোরলাইন ৪-০ করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। এরপরই তার ওই ওভারহেড কিক গোল। জাতীয় দল সতীর্থ লেয়ান্দ্রো পারেদেসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে চোখের পলকে অফসাইডের ফাঁদ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি, বল বুক দিয়ে নামিয়ে অসাধারণ নৈপুণ্যে গোলরক্ষকের ওপর দিয়ে পাঠিয়ে দেন জালে। ইচ্ছার বিরুদ্ধে গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। প্যারিসে অভিষেক মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। লিগ শিরোপার স্বাদ পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের মানের ধারেকাছে ছিলেন না তিনি। আর নেইমার তো প্রত্যাশার প্রতিদান দিতে পারছিলেন না এখানে শুরু থেকেই। গত মৌসুমে একমাত্র কিলিয়াম এমবাপে ছিলেন উজ্জ্বল। তবে তাতে চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে দলের মূল চাওয়া পূরণ হয়নি একটুও। সেই হতাশা এবার ঝেড়ে ফেলার প্রত্যয় পিএসজির সবার কণ্ঠে। মাঠেও তার ছাপ পড়তে শুরু করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com