শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

দৈনিক খবরপত্রের কমলগঞ্জ প্রতিনিধির উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে উত্তাল কমলগঞ্জ : ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খানের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমলগঞ্জ উপজেলা চৌমুহনায় রবিবার দুপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদক মোঃ জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি, মৌলভীবাজার প্রেসক্লাব, জুড়ী প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা বক্তব্য রাখেন। সভায় ২৪ ঘন্টার মধ্যে নৃশংস ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। নতুবা সারাদেশে আন্দোলন ছড়িয়ে যাওয়ার হুমকিও দেন সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশ শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
তীব্র নিন্দা প্রকাশ :
সাংবাদিক আব্দুল বাছিত খানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব, শ্রীমঙ্গল প্রেসক্লাব, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন। পৃথক পৃথক নিন্দা বার্তায় সাংবাদিক নেতারা হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, শনিবার দুপুরে কমলগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে কমলগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় হঠাৎ চলন্ত সাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা তাকে ধারালো দা ও চাপাতি দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ত জখম করে পালিয়ে যায়। রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক আব্দুল বাসিতের অবস্থা সংকটাপন্ন। মাঝেমধে জ্ঞান ফিরলেও কথাবার্তা বলতে পারেন না। রবিবার সকালে কমলগঞ্জর ওসি ইয়ারদৌস হাসান জানান, দৃবৃত্তদের গ্রেফতার করতে আমরা অভিযানে আছি, আশা করছি দ্রুতই গ্রেফতার করতে পারবো। এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ঘটনার তদন্ত শুরু করেছে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশের একাধিক ইউনিট, আশা করি দ্রুত অপরাধীরা গ্রেফতার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com