ভোগান্তি যেন পিছু ছাড়ছে না পিরোজপুরের নিম্নঞ্চলের মানুষের। সমুদ্রে নিম্নচাপ ও অতি জোয়ারের পানিতে সপ্তাহব্যাপী দূর্বিসহ সময় কাটাচ্ছেন জেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার। এ ছাড়া আজ দুপুরে জোয়ার এলে তলিয়ে যায় টগরা-চরখালী ফেরীঘাট। এ দৃশ্য প্রতিদিনকার। দু’বেলা জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে ৩ থেকে ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী হাজার হাজার যাত্রী। স্বাভাবিক জোয়ারের থেকে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, ইন্দুরকানী ও সদরের কমপক্ষে ২০ থেকে ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্ধি হয়ে সীমাহীন দূর্ভোগে পড়েন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পিরোজপুরের নদনদীর পানি বিপদ সীমার ১০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে।