বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

রৌমারীতে প্রয়াত শেখ আব্দুল্লাহ’র স্মরণ সভায় কাঁদলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত শেখ আব্দুল্লাহ স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলেন শোকসভা বাস্তবায়ন নাগরিক কমিটি।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মাহমুদা আকতার স্মৃতি ও মোজাফ্ফর হোসেন, সাবেক কমান্ডার ওয়াদুদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আজিুজুর রহমান, খন্দকার শামছুল আলম, প্রভাষত আব্দুস সামাদ খাঁন, রৌমারী সরকারি কলেজের প্রভাষক আঞ্জুমানআরা, ওসি তদন্ত নুরুজ্জামান, রৌমারী গ্রাম জামে মসজিদের সভাপতি নুরুজ্জামান সর্দার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুর রহমান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, আব্দুর রাজ্জাকা লন্ডনী, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, গণকমিটির সাধারন সম্পাদক শাহ আব্দুল মোমেন ও যুব মহিলালীগের সভাপতি শেফালী ইসমাইল, প্রয়াত শেথ আব্দুল্লাহ’র ছেলে বনি আব্দুল্লাহ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ নানা পেশার লোকজন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রৌমারী সরকারি কলেজের প্রভাষক এমআর ফেরদৌস। স্মরণ সভায় প্রয়াত শেখ আব্দুল্লাহর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ মুলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে শেখ আব্দুল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালন্ করেন হাফেজ মাওলানা মো. আল আমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com