বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

কবি শামসুর রাহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২

গতকাল বুধবার ১৭ আগস্ট ২০২২ বুধবার বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতিপরিষদের পক্ষ থেকে সকাল ১১:৩০টায় বনানী গোরস্থানে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। সামগ্রিক আয়োজনে অংশগ্রহণ করেনÑ কবি শামসুর রাহমানের পরিবারের সদস্যবৃন্দের মধ্যে পুত্র ফাইয়াজ রাহমান, পুত্রবধূ টিয়া রাহমান, নাতনি দিপিতা রাহমান, ভাগ্নে সাজ্জাদ হোসেন সোহেল এবং জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, দফতর সম্পাদক কবি হানিফ খান, কার্যনির্বাহী পরিষদের সদস্য কবি বদরুল হায়দার, কবি গিয়াসউদ্দিন চাষা ও কবি এম আর মনজু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com