শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কমলগঞ্জে সাংবাদিক হত্যাচেষ্টা: হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুড়ীতে প্রতিবাদ সমাবেশ

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে পথরোধ করে সাংবাদিক আব্দুল বাছিত খানকে প্রকাশ্য দিবালোকে রক্তাক্ত জখম করে প্রাণে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদেরগ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুড়ীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেলে জুড়ী চৌমুহনীতে জুড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন এবং জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা উপজেলা ইউনিটের সভাপতি ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সহ সভাপতি ও দৈনিক আমাদের সময় কমলগঞ্জ প্রতিনিধি শাব্বির এলাহী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, দৈনিক দেশ বাংলার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দ্যা ডেইলি অবজারভার কমলগঞ্জ প্রতিনিধি সালাহ উদ্দিন শুভ, দৈনিক সকালের সময় কমলগঞ্জ প্রতিনিধি সাদিকুর রহমান সামু, দৈনিক দেশ রূপান্তর কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য রাকেল আনসারী, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন জুড়ী প্রতিনিধি আব্দুর রহমান শাহীন, দৈনিক সিলেট মিরর জুড়ী প্রতিনিধি হাবিবুর রহমান খান, সমাজ চিত্রের সম্পাদক ও প্রকাশক আব্দুস সবুর, জেটিভি জুড়ী প্রতিনিধি মাহফুজুল ইসলাম, জুড়ীর সময়ের রিপোর্টার মুজাহিদুল ইসলাম, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের সহ বার্তা সম্পাদক আদনান চৌধুরী প্রমুখ। সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল পেশাদার খুনি ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় মোটরসাইকেলে গতিরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সারাদেশে কঠিন আন্দোলন গড়ে তুলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com