শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

দিন দ্য ডে দেখবেন?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

অনন্ত জলিলের সিনেমা মানেই দেশী চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উত্তেজনার সঞ্চার। অসম্ভবকে সম্ভব করে যে অনন্ত জলিল বাংলাদেশি সিনেমায় এনেছেন ভিন্ন মাত্রা সেই অনন্ত জলিলের নতুন সিনেমা একবার দুইবার দেখে পোষাবে না। তাই কেন এই সিনেমা অন্তত ৩ বার দেখা উচিত তা নিয়েই আজকের আলোচনা।
১. অনন্ত জলিল এবং বর্ষা জুটি: অনেকদিন পর সবার প্রিয় এই জুটি রূপালী পর্দায় ফিরছেন। তাদের কেমিস্ট্রি এবং রোমান্স একবার দেখে কি মন ভরবে? অসম্ভব!
২. অসাধারণ সিনেমাটোগ্রাফি: ট্রেইলার দেখেই বুঝা গেছে মুভির সিনেমাটোগ্রাফির মান অনন্ত জলিলের অন্যান্য মুভির তুলনায় খুবই ভালো। তাছাড়া একই টিকিটে দুই দেশের দৃশ্য (গান ছাড়া) – এরকম সুযোগ রোজ রোজ বাংলাদেশি সিনেমায় আসে না।
৩. পরিচালনা: দিন- The Day উধু সিনেমার পরিচালকের আসনে ছিলেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। তার আগের কোনো মুভি দেখা না থাকলেও নামের মধ্যে একটা ওজন আছে! সেখান থেকেই বুঝা যাচ্ছে মুভিটি ভালোই হবে
৪. প্রচুর অ্যাকশন: মুভিতে কাহিনী কি হবে তা ট্রেইলারে টিজ করার পাশাপাশি ধুন্ধুমার অ্যাকশন সিকুয়েন্স গুলোর ক্লিপও দেখানো হয়েছে। এরকম দারুণ অ্যাকশন কোরিওগ্রাফি দেখতেও তো একাধিক বার যাওয়া যায়
৫. ডায়লগ: মুভির ডায়লগই হয়ে উঠতে পারে মুভির প্রাণ। এই মুভিতেও আছে চমৎকার কিছু ডায়লগ। যেহেতু অনন্ত জলিলের মুভির সব ডায়লগ একবার শুনেই বুঝার ব্যাপারটা বেশ কঠিন, তাই ৩ বার দেখতেই সাজেস্ট করবো
৬. সিনেমার নামের মর্মার্থ উদ্ধার: জলিল সাহেবের মুভির নামটি কেন এবার দিন The Day উধু রাখা হলো, এর মর্মার্থ কি এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। আর এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে সিনেমাটি একাধিকবার দেখলে!




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com