সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

চা শ্রমিকদের দাবির প্রতি মানবিক দৃষ্টি প্রয়োজন মৌলভীবাজারে এসএইচআরএফ’র সেমিনারে বক্তারা

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (এসএইচআরএফ) মৌলভীবাজার জেলা শাখার মানবাধিকার বিষয়ক সেমিনার ও জেলা নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন- চা শ্রমিকদের দাবির প্রতি মানবিক দৃষ্টি প্রয়োজন। বক্তারা আরও বলেন-মানবাধিকার জাতি-ধর্ম-বর্ণ, ভাষা, নারী-পুরুষ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্য সমান ভাবে প্রযোজ্য। মানবাধিকারের সবচেয়ে বড় ২টি বৈশিষ্ট্য হলো এটি সহজাত এবং অহস্তান্তরযোগ্য। মানবাধিকার একজন ব্যক্তির মর্যাদা ও সম্মানের সাথে জড়িত একটি বিষয় যা মনুষ্য সমাজের নৈতিক মানদ- প্রকাশ করে। তাই, অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে হলে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো প্রয়োজন এবং সেই উন্নতির জন্য শুধুমাত্র রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলেই হবেনা, সকল মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। এসএইচআরএফ’র জেলা সভাপতি, জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহেল খান আশরাফুল ও সহ-সাধারণ সম্পাদক শাহ রাজুল আলীর যৌথ সঞ্চালনায় শহরের রেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে ১৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (এসএইচআরএফ) এর মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উপ-উপাচার্য প্রফেসর ডঃ আবদুল জব্বার খান। বিশেষ অতিথি এসএইচআরএফ’র কেন্দ্রীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের।
উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, পরিবেশ আন্দোলন (বাপার) আহবায়ক আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার সদর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার সদর প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আহাম্মেদ আলী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার খান, এসএইচআরএফ’র সিলেট জেলা সভাপতি এডভোকেট শাহিনুল ইসলাম (এপিপি), সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কায়েদ মাহমুদ, যুক্তরাজ্য যুবলীগ সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুল, সিনিয়র সাংবাদিক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু, দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার সিলেট ব্যুরোপ্রধান মোঃ জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার মাধ্যমিক স্কাউটের সাধারণ সম্পাদক আশরাফুল আলম শিপন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সভাপতি এ কে এম আখলু, মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট হাফেজ আব্দুল আলিম, এসএইচআরএফ’র শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন তালুকদার, ব্যাংকার নুরুল ইসলাম রাকিব, শিক্ষক এম এ এম রাসেল মোস্তফা, চা শ্রমিক প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহন রবি দাস, প্রত্যাশা থিয়েটারের নির্বাহী পরিচালক প্রিয়তোষ রঞ্জন পাল, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু, নির্বাহী পরিচালক আবদুল মোত্তাকিন শিবলু, এসএইচআরএফ’র জেলা সহ-সভাপতি মুর্শেদ মুন্না, সৈয়দ আবু হাসান জিল্লুল, সহ-সাধারণ সম্পাদক আবু বকর, অর্থ সম্পাদক সত্রাজিৎ আচার্য, দপ্তর সম্পাদক রোহিত আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়জুর রহমান রাজু, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, সমাজ কল্যান সম্পাদক শেখ মোহাম্মদ তোফায়েল আহমদ, আন্তজার্তিক সম্পাদক আবদুল মুমিন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাজানুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম। সেমিনারে বক্তারা, বর্তমানে মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে চলমান চা শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বলেন- দুই বছর পর পর মজুরি বৃদ্ধির কথা থাকলেও সর্বশেষ ২০১৯ সালে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর। এরপর থেকে এখনও মজুরি বৃদ্ধি হয়নি। মালিকপক্ষ সময়ক্ষেপণ করছেন। দেশের বর্তমান পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দৈনিক ১২০ টাকা মজুরিতে চা শ্রমিকদের জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ মজুরিতে তাদের জীবন চলছে না। দেশের সামগ্রিক অর্থনীতিতে অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে চা-শ্রমিকরা দিশেহারা পড়ছেন। এজন্য তারা দৈনিক মজুরি নূন্যতম ৩০০ টাকা দাবি করে আসছেন। এ নিয়ে বার বার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। এ কারণে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। বাস্তব অবস্থা বিবেচনায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেয়া প্রয়োজন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com