সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

নগরকান্দায় পুলিশের অভিনয়ে দুই দিন মঞ্চায়িত হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

দেশব্যাপী সাড়া জাগানো বাংলাদেশ পুলিশ থিয়েটারের কালজয়ী নাটক ‘অভিশপ্ত আগস্টথ নাটকটি ফরিদপুরের নগরকান্দায় দুই দিন ১০৬ ও ১০৭ তম মঞ্চস্থ হয়েছে। নগরকান্দা থানা পুলিশের আয়োজনে ও উপজেলার কৃতি সন্তান মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় বুধবার ২৪ শে আগষ্ট বৃহস্পতিবার ২৫ আগষ্ট  রাতে জেলা পরিষদ হলরুমে নাটকটি মঞ্চায়িত হয়। ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা ও পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায়, নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকা-ের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। বিশেষ করে ১৪ ই আগষ্ট ইতিহাসের খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতকচক্রের সদস্য মেজর ফারুকসহ অন্যান্যদের বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র এবং ১৫ ই আগষ্ট রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মর্মান্তিক হত্যার করুণ আলেখ্য তুলে ধরা হয়। পুলিশ সদস্যদের নিখুঁত অভিনয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানের প্রথম দিনে সাধারণ দর্শকদের পাশাপাশি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দ নাটকটি উপভোগ করেন। নাটকটির মঞ্চায়নের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই পঁচাত্তরের ১৫ আগস্টের কাকডাকা ভোরে নৃশংসতার ঘটনাটি নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘ বাংলাদেশ পুলিশ সদস্যরা যে হৃদয় বিদারক নাটকটি মঞ্চস্থ করলেন, আসলে মন ছুঁয়ে গেছে। তারা চমৎকারভাবে সব বিষয়গুলো তুলে নিয়ে আসছেন। এ সময় তিনি নাটকটির অভিনয় শিল্পীদের ধন্যবাদ জানান। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন বলেন, ‘নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। তারা জানে না পঁচাত্তরের ১৫ আগস্টের ভয়াবহতা। অনেকে বইপুস্তক পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com