বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

সুস্থধারার চলচ্চিত্র ও নাটকের মাধ্যমে জাতীকে আলোর পথ দেখাতে হবে – ড. আ জ ম ওবায়েদুল্লাহ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের পরিচালনা পরিষদের সাধারণ সভা ২৬ আগস্ট ২০২২ ঢাকার উত্তরায় অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ এর আহবায়ক নাট্যকার ড. আ জ ম ওবায়েদুল্লাহ। সভাপতিত্ব করেন নাট্যকার শাহ আলম নূর। বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের সাধারণ সম্পাদক মুস্তাগিছুর রহমানের সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠণের সহ-সভাপতি নাট্য নির্দেশক আবিদ জাফর ও অভিনেতা নাট্যকার মাহবুব মুকুল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি।
প্রধান অতিথি ড. আ জ ম ওবায়েদুল্লাহ পরিচালনা পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, চলচ্চিত্র ও নাট্য সংসদকে কার্যকরী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি কমিটিকে চলচ্চিত্র ও নাটক নির্মাণের জন্য বেশ কিছু পরামর্শ প্রদান করেন। স্ক্রীপ্ট সংগ্রহ, নাট্য শিল্পী সংগ্রহ, চলচ্চিত্র ও নাট্য কর্মশালার বিষয়ে তিনি বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এর শাখা বৃদ্ধির জন্য তিনি আহবান জানান।
সিএনএস এর সভাপতি জনাব শাহ আলম নূর তার বক্তবে বলেন, চলচ্চিত্র ও নাট্য কর্মীদের নীতি নৈতিকতার জন্য আদর্শিক প্রশিক্ষণ প্রয়োজন।
তিনি দেশের প্রতিথযথা সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কমিটির সদস্যদের প্রতি আহবান জানান। সাধারণ সভার শুরুতেই কোরআন তিলাওয়াত করেন সংগঠণের দপ্তর সম্পাদক জনাব ফারুক খান। স্বাগত বক্তব্য প্রদান করেণ সিএন এস এর সভাপতি জনাব শাহ আলম নূর। এরপর খশড়া গঠণতন্ত্র পাঠ করেন সিএনএস এর সাধারণ সম্পদক জনাব মুস্তাগিছুর রহমান। গঠনতন্ত্রের সংশোধন, পর্যালোচনা করেন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক খান, অর্থ সম্পাদক মহি উদ্দিন মজুমদার পলাশ, পা-ুলিপি ও চিত্রনাট্য সম্পাদক আহসান হাবীব খান, চলচ্চিত্র সম্পাদক মির্জা শাখেছেপ শাকিব, নাট্য সম্পাদক আব্দুল গনি বিদ্বান, সহকারী নাট্য সম্পাদ হুসনে মুরাদ তারিফ, সহকারী মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহিব মুসাফির, আইটি সম্পাদক মুয়াজ্জাম হুসাইন, সহকারী প্রডাকশন সম্পাদক মাজেদুর রহমান হাসু, প্রচার সম্পাদক শেখ নজরুল প্রকাশনা সম্পাদক সালমান রিয়াজ, শিল্পীকল্যাণ সম্পাদক মাহদী হাসান, পাঠাগার সম্পাদক শাহাদাত হোসাইন টুটুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com